|
Date: 2024-10-23 13:01:14 |
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আহমদিয়া কাটা এলাকার নদীর চরে ভেসে এসেছে অজ্ঞাত যুবকের লাশ।
বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ।
তিনি জানান, ছোট মহেশখালী থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানায়, দুপুরের জোয়ারে লাশটি ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে এটি তিন চারদিন আগে নিহত ব্যাক্তির লাশ। শরীরের বিভিন্ন অংশে ক্ষত ও পচনধরেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
© Deshchitro 2024