|
Date: 2024-10-23 13:44:14 |
গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৬৪ জনের মৃত্যু হলো।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৩৮ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ১৯৬ জনে।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টার তথ্য নিয়ে এ সংবাদ বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে বরিশাল বিভাগে তিনজন। ঢাকায় দুজন এবং একজন করে মৃত্যু হয়েছে ময়মনসিংহ ও খুলনায়।
বিজ্ঞপ্তি বিশ্লেষণে দেখা গেছে, এক হাজার ১৩৮ জন রোগী সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৯ হাজার ১০১ রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে চার হাজার ৬১৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২৩ জনের।
© Deshchitro 2024