|
Date: 2024-10-23 16:42:30 |
প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী ও তার সহধর গোবিন্দ গোস্বামী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কালিগঞ্জের সর্বস্তরের মানুষদের বিরুদ্ধে অপমান ও অপদস্তমূলক কথা বলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে ও ৩ বছর বিদ্যালয়ে না আসায় অভিযোগ, সরকারি জায়গার গাছ কাটার অপরাধে সাজাপ্রাপ্ত আসামি হয়ে জেল হাজত খাটা, এনজিওর অফিসের নামে সরকারি কলেজের হোস্টেল ভাড়া নিয়ে ১০ বছরের ভাড়ার টাকা না দেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য উস্কানি মূলক নিজ ফেসবুক আইডিতে ভিডিও ছাড়া সহ নানাবিধ অনিয়ম, দুর্নীতি, ধুমপায়ী কার্যকলাপে প্রেরণা এনজিওর নির্বাহী পরিচালক ও স্কুল শিক্ষিকা শম্পা গোস্বামীর অপসারণের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।
কালিগঞ্জ উপজেলা বাসী আয়োজনে বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে কালিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাত হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পটু ,শিক্ষক আব্দুস সামাদ, বিএনপি নেতা জিন্নাত আলী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাপ্পি, ছাত্র সমন্বয়ক রাকিবুল হাসান প্রমূখ। মুষলধারে তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলার সর্বস্তরের জনসাধারণ এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন এই মানব বন্ধন কর্মসূচীতে।
কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন দেবহাটা থানার দেবহাটা গ্রামের তপন গোস্বামীর কন্যা সম্পা গোস্বামী দীর্ঘ ১২/১৩ বছর আগে কালীগঞ্জের ঐতিহ্যবাহী মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরে প্রধান শিক্ষক নিয়োগে নিজে নিয়োগ বাণিজ্যে সফল না হতে পেরে অত্র বিদ্যালয়ের সভাপতি সহ অন্যান্যদের নামে মামলা করে হয়রানি করে আসছে। এছাড়াও তিনি নিজেরএনজিওর কাজে প্রায় সময়েই দেশ-বিদেশ ব্যস্ত থাকার কারণে গত ৩ বছর যাবত স্কুলে হাজির না হয়ে বহাল তবিয়তে আস্ফলন সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে বেড়ায়।
নিজের প্রেরণা এনজিওর অফিসের নামে কালিগঞ্জ সরকারি কলেজের হোস্টেল ভাড়া নিয়ে দীর্ঘ ১০ বছরে প্রায় ১০ লক্ষাধিক টাকা পরিশোধ না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সংলগ্ন সাতক্ষীরা জেলা পরিষদের সরকারি জায়গা এক সনা লিজ নিয়ে সেখানে অবৈধ ভাবে পাকা বাউন্ডারি এবং সেখানকার বড় বড় গাছ কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক তাকে ২ শত টাকা জরিমানা করা হয়।
ফেসবুকের মাধ্যমে আশ্ফালন ঘটিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর জন্য সে এবং তার ভাই উত্তেজনা সৃষ্টি করে পাঁয়তারা চালাচ্ছে। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হয়েও দীর্ঘদিন স্কুলে না আসায় স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত থেকে রক্ষা করতে তাকে অপসারণ এবং তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
© Deshchitro 2024