|
Date: 2024-10-23 16:57:49 |
সাতক্ষীরা কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আমজেদ হোসাইনের সভাপতিত্বে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ কবিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, জেলা মাজলীসুল মুফাস্সিরীন এর সেক্রেটারি মাওলানা আহমদ আলী, সাবেক শিবির নেতা শামসুল আলম বুলবুল, দেয়াড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. তামজিদ হোসেন, সেক্রেটারি মো. আনারুল ইসলাম, শহিদ হাসান মিকদাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, আমাদের অপরাধ, আমরা সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে সর্বপ্রথম যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা সম্ভব। আজকের যুব সমাজই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। যুগে যুগে যুবকরাই ইতিহাস সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের প্রচেষ্টায় স্রোতের গতিধারাও পরিবর্তন হয়ে যায়।
তিনি বলেন, বাংলাদেশের যত বড় বড় অর্জন সেগুলোও যুব সমাজের পরিশ্রমের ফসল। হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমীরের মতো প্রাণচঞ্চল যুবকদের হাতেই এসেছে আমাদের বড় বড় অর্জন। তাই জাতির এই ক্রান্তিকালে যুব সমাজকে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, বরং সত্যের পতাকা উড্ডয়ন ও আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন করে শপথ গ্রহণ করতে হবে।
© Deshchitro 2024