|
Date: 2024-10-24 10:00:34 |
শেরপুর জেলার ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিরতণ করা হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান মো. হুমায়ুন খাঁনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানীসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সংস্থা সূত্রে জানা যায়, বাংলাদেশ বিশেষ শিক্ষা ইন্সটিটিউট এর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
© Deshchitro 2024