|
Date: 2024-10-24 10:42:19 |
শ্রীবরদীতে মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি (সীডস) আয়োজনে উপজেলা শিক্ষা অফিসের সাথে শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সরকারি স্কুলের শিক্ষকবৃন্দ। সভাটি মাঠ সহায়ক তিলোত্তমা রিছিলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, মি. সত্যজিত মৃ ও বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী। অর্ধদিন ব্যাপী সভায় কারিতাস, সীডস কর্মসূচির শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি যৌথ প্রচেষ্টার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
© Deshchitro 2024