নাটোরের লালপুরে বাসের চাপায় মোটরসাইকেলে থাকা পিতা,পুত্র ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর)  বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার লালপুর - গোপালপুর সড়কের ডেবরপাড়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার বিরোপাড়া মহল্লার নুর মোহাম্মাদের পুত্র শহিদুল (৬০),তার পুত্র সোহাগ (২৭) এবং সোহাগের পুত্র ইভান (৫)।
স্থাণীয় সূত্রে জানা যায়, উক্ত তিনজন মোটরসাইকেল নিয়ে লালপুর থেকে গোপালপুরের দিকে আসার পথে উক্ত স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা জি এম ট্রাভেলস (রাজ মেট্রো ব-১১-০১৩৫) নামের ঘাতক বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে
 সোহাগ এবং ইভান ঘটনাস্থলে মৃতবরণ করেন এবং শহিদুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। পরে পুলিশ তিন জনের মরদেহ লালপুর থানায় নিয়ে যায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও বাসের চালক কৌশলে পালিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024