|
Date: 2024-10-24 12:00:37 |
সাতক্ষীরা কলারোয়ায় বি,এস, সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের (ছাত্রী)” জরায়ুমুখ ক্যান্সার” প্রতিরোধক এইচপিভি টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৯ টায় স্কুলের শ্রেনী কক্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনীর ছাত্রীদেরকে ওই এইচপিভি ( হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা প্রদান করা হয়।
টিকা প্রদান কার্য়ক্রমের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস সবুর, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার জাহাঙ্গীর হোসেন, শিক্ষিকা নাসরিন আক্তার, মাস্টার রফিকুল ইসলাম, শিক্ষিকা তহুরা সুলতানা ও সামিয়া আফরিন প্রমুখ।
টিকাদান কেন্দ্রের তত্বাবধায় হিসাবে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক নুর মোহাম্মদ, টিকাদনকারী, স্বাস্থ্য সহকারী শরিফুল ইসলাম, পরিবার কল্যাণ সহকারী ফেরদৌসি পারভীন, স্বেচ্ছাসেবক তৌহিদুর রহমান, আসিকুজ্জামান ও ভেক্সিনেটর মিলন হোসেন। অনলাইন জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধনের মাধ্যমে স্কুল থেকে (৬ষ্ঠ-৯ম) ১৭২ জন ছাত্রীর মধ্যে ১৪৯ জন ছাত্রী টিকা গ্রহন করায় বৈরী আবহাওয়ায় ২৩ জন ছাত্রী অনুপস্থিত বলে জানা যায়।
প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ জানান, জরায়ুমুখ ক্যান্সার (সার্ভিক্যাল ক্যান্সার) ভাইরাস জনিত একটি প্রাণঘাতী প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। এই প্রাণঘাতি রোগ এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। বাল্যবিবাহ, ঘন ঘন সন্তান প্রসব, ধূমপায়ী, এইডস রোগী, প্রজনন স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন নন এমন নারীরা এই রোগের ঝুঁকিতে থাকে। তাই কিশোরী বয়সে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা নিলে নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা যায়।
তিনি আরো জানান, নিবন্ধনকৃত কোন ছাত্রী নিদৃষ্ট সময়ে স্থায়ী বা অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহন না করলে পরবর্তীতে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা গ্রহন করতে পারবে। অনুরুপভাবে উপজেলা ব্যাপি আরো ৭ টি টিকা কেন্দ্রে কিশোরীদের এইচপিভি টিকা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ঠ কতৃপক্ষ জানান।
© Deshchitro 2024