|
Date: 2024-10-24 12:17:13 |
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালতলা বাজারে প্রবেশ করে কাঁচা বাজার পরিদর্শন করেন এবং পিয়াজ, আলু, ডিমের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান মনিটরিং করেন।
এসময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রথমিক ভাবে হুশিয়ার করা হয় এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে বলা হয়। বাজার মনিটরিং কার্যক্রমে সহযোগিতা করেন সিরাজদিখান থানা পুলিশের একটি দল। এ সময় সাথে ছিলেন, মালখানগর ইউনিয়ন পরিষদের সচিব আমিনুর রহমান, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মোল্লা, তালতলা বাজার জামে মসজিদের সভাপতি আতাউর রহমান তোতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাকারিয়া আহমেদ সাদ, মো. ইয়ামিন শেখ, জুয়েল শেখ প্রমুখ।
© Deshchitro 2024