আজ ২৪ অক্টোবর  বৃহস্পতিবার নাগেশ্বরী উপজেলায় ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) কর্তৃক পরিচালিত "আমিও সুনাগরিক" ক্যাম্পেইন অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়। বিওয়াইএস ইয়ুথ সোসাইটি ও উপজেলার এক্টিভ ইয়ুথদের সমন্বয়ে আয়োজিত এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল উপজেলায় নতুন উদ্যোক্তা ও কৃষকদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা এবং তাদেরকে অনুপ্রাণিত করা, যাতে তারা সহজেই নিজের অবস্থান থেকে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়।

ক্যাম্পেইনে ফায়েজ বেলাল, (পরিচালক বিওয়াইএস ইয়ুথ সোসাইটি) তরুণদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “উপজেলার তরুণদের উদ্যোক্তা হয়ে উঠতে হবে এবং কৃষি ক্ষেত্রে নতুন ধারণা ও প্রযুক্তি গ্রহণ করতে হবে। তরুণদের সৃজনশীলতা ও উদ্যমই এই অঞ্চলের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।” ইউএনডিপির দক্ষ কর্মীরাও ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন এবং তারা উন্নয়ন ও উদ্যোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

প্রোগ্রামে নতুন উদ্যোক্তাদের জন্য সহজলভ্য প্রশিক্ষণ, অর্থায়ন, এবং কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি ও ফসল উন্নয়নের কৌশল নিয়ে বিশদ আলোচনা করা হয়। এই সব তথ্য তরুণ উদ্যোক্তা ও কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করে।

ক্যাম্পেইনটি সবার সহযোগিতায় ও তরুণদের সক্রিয় অংশগ্রহণে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত সকলে ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ও কার্যক্রমের প্রতি সমর্থন জানান এবং এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উপজেলার তরুণদের উদ্ভাবনী চিন্তা এবং নতুন ধারণার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকারের মধ্য দিয়ে “আমিও সুনাগরিক” ক্যাম্পেইন একটি মাইলফলক হয়ে থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024