বলিউড তারকা নোরা ফাতেহির ঢাকা আসা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল। তবে সব জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকায় এসেছেন তিনি। সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন নোরার অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিক।


দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নোরা। উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড ২০২২’-এ অংশ নিতেই ঢাকায় আসা তার।


এ প্রসঙ্গে মারিয়া মৃত্তিক বলেন, ‘বেশ কিছুক্ষণ আগে তিনি (নোরা ফাতেহি) ঢাকায় পৌঁছেছেন। এই মুহূর্তে আমরা আর বিস্তারিত কিছু জানাতে চাচ্ছি না। আর আমাদের অনুষ্ঠান সময়মতোই শুরু হবে।’


সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন নোরা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল ৪টায়। এছাড়া ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২’-এর ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্রের এক দিনের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার।


একদিনের সফরে ঢাকা এসেছেন নোরা। এখানে তার কাজ শেষ করে ফিরে যাবেন ১৯ নভেম্বর সকালে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023