|
Date: 2024-10-25 10:46:09 |
রামুতে ৭ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করেছেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল তিনটার দিকে রামু সম্রাট কনভেনশন হলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কনের জন্ম সনদ যাচাই-বাছাই করে বয়স কম হওয়ায় বিয়ে বন্ধ করে দেন তিনি।
জানা যায়, তেচ্ছিপুল গ্রামের প্রবাসী জালাল আহমদের একমাত্র কন্যা ৭ম শ্রেণি পড়ুয়া (ময়না) ছদ্মনাম জোরপূর্বক প্রবাসী বরের সাথে বিবাহ আয়োজন করেন। পরে এলাকায় বিষয়টি জানাজানি হলে এলাকায় হৈচৈ সৃষ্টি হয়। পরে এলাকার সচেতন মহল রামু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অবগত করেন। তাৎক্ষণিক রামু উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল অভিযান পরিচালনা করেন।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, আমি বাল্যবিবাহ সংঘটিত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এসব আয়োজন বন্ধ করে দিয়েছি। এসময় ছেলে ও মেয়ের অভিভাবকরা তাদের সন্তানদের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ না দেওয়ার অঙ্গীকার করেন এবং লিখিত মুচলেকা দেন।পরে সম্রাট কনভেনশন হল ও সাময়িক বন্ধ করে দি সাথে সাথে কাজীকে ফোন করে সতর্ক করি রামুতে যেন বাল্যবিবাহ বন্ধ হয় এবং উপস্থিত সবাই কে সচেতন করি।
রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাল্যবিবাহ মানে সুন্দর দুটি জীবনকে ধ্বংস করে দেওয়ার আয়োজন। সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে অভিভাবকসহ সকলকে সচেতন হতে হবে।
© Deshchitro 2024