|
Date: 2024-10-25 10:50:12 |
শেরপুর জেলার ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ২৩ অক্টোবর বুধবার রাতে ঝিনাইগাতী বাজারস্থ সিয়াম কাউন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো– ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়া গ্রামের কালা গাজির ছেলে মাদক সম্রাট মিস্টার আলী ওরফে মনছুর (৩৫), মৃত বাচ্চু মিয়ার ছেলে বাদল মিয়া (২০) ও চাঁন মিয়ার ছেলে আয়নাল হক (৩০)। পুলিশ জানায়, মাদক সম্রাট মিস্টার আলী ওরফে মনছুরসহ অপর দুই মাদক কারবারি যাত্রী সেজে অভিনব কায়দায় দুটি ব্যাগে মদ নিয়ে রাতের গাড়িতে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সিয়াম কাউন্টারে আসে। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগের ওজন দেখে কাউন্টারের লোকজনের সন্দেহ হয়। অবস্থা বেগতিক দেখে ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের আটক করে ঝিনাইগাতী থানায় খবর দেয়। পরে এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশ এসে তাদের দুটি ব্যাগে ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মিস্টার আলী ওরফে মনছুরের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমীন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’
© Deshchitro 2024