|
Date: 2024-10-25 11:58:05 |
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দূর্ঘটনায় শেখ ফরিদ মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃস্পতিবার(২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় বাজারে।
নিহত শেখ ফরিদ ওই এলাকার আজিম উদ্দিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উলিপুর টু ফকিরের হাট সড়কের ইন্দারারপাড় বাজারে দ্রুত গতির একটি অটোরিক্সা অপর একটি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা শেখ ফরিদকে সজোরে ধাক্কা দেয়। এতে মাটিয়ে লুটিয়ে পড়ে গুরুত্বর আহত হন শেখ ফরিদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
শুক্রবার(২৫ অক্টোবর) বিকেলে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
© Deshchitro 2024