|
Date: 2024-10-25 12:21:07 |
কনকলতা এইখানে এসোনা
আর এভাবে
ক্ষনিকের দেখা দিতে
যদি গো আসো তবে থেকে যাও
জনমের তরে...।
তোমার ও সাথে বাঁধিবো ঘর
একি সুতোয় রবো দুজনায়
বাঁশির সুরে পরবো বাঁধা
লিখবো তোমার আমার দুখের সাতকাহন...।
সুখের ভাগ হলে নিও তুমি
দুঃখটুকু রেখে দিও মোর লাগি
কনকলতা তোমারে বাসি ভালো
হইয়া দোষী চাইনে আমি
হইতে জেলখানার কয়েদি...।
আমি হতে চাই তোমার মনের
কয়েদখানার আসামি
দেবে যায়গা তোমার মনেরও সেলে
আমি রয়ে যাবো একটি কোনায়
করিবো যতন ওগো
বাসিয়া ভালো আঁকবো নতুন ছন্দের রঙ...।
কবিতাটি লেখকের লেখা নতুন একটি কবিতা। কোন এক মায়াবিনী কে নিয়ে লেখা লেখকের খুব কাছের সে মানুষ। তবে মানুষটি জানেন যে লেখক গোপনে তার নাম রেখেছেন কনকলতা।
© Deshchitro 2024