মৌলভীবাজারের বড়লেখায় তেহজিব মটরস  নামের পুরাতন মটর বাইকের শোরুম উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার (২৫ অক্টোবর ) উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন তেহজিব মটরস  নামের পুরাতন মটর বাইকের শোরুম উদ্বোধন হয়। উক্ত পুরাতন বাইকযোনে বিভিন্ন ধরনের মটর বাইক সুলভ মূল্যে ক্রয়-বিক্রয় করা হয়। উদ্বোধন শেষে পালসার ডাবল ডিক্স ১৫০ সিসি ১ লক্ষ ৪০ হাজার টাকায় বিক্রয় করা হয়।

তেহজিব মটরস এর মালিক রিহান বলেন, আমার শোরুমে বিভিন্ন ধরনের মটর বাইক সুলভ মুল্যে ক্রয়-বিক্রয় হয়ে থাকে। এখানে সব ধরনের মটর বাইক সুলভ মুল্যে পাওয়া যাবে। উপজেলার মধ্যে যে কোন ক্রেতা-বিক্রেতা বিশ্বাসের ভিত্তিতে মটর বাইক ক্রয়-বিক্রয় করতে পারবেন। তিনি আরও বলেন এখানে সর্বনিম্ন মূল্য থেকে সর্বোচ্চ মূল্যের মটর বাইক পাবেন।

উক্ত অনুষ্ঠানে এলাকার স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024