মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুবাহী দুইটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই শ্যামল কুমার নন্দী ও এএসআই মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়নের দক্ষিণ উত্তরসুর গ্রামের দাশের বাজার সংলগ্ন কালভার্টের পাশে পাকা রাস্তার থেকে বালু ভর্তি দুটি ট্রাক গাড়ীকে আটক করা হয়।

এসময় ট্রাক চালক সায়েল মিয়া (২৯) ও হেলপার ইব্রাহিম (২৩) কে পুলিশ গ্রেফতার করে। পাশাপাশি বালুভর্তি দুটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন ছড়া, জমি এবং শিববাড়ী পুটিয়া গাং থেকে  অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে এলাকার রাস্তাঘাট, কালভার্ট ও ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে অভিযান পরিচালনা করে একই দিনে সাজাপরোয়ানা ওয়ারেন্টভূক্ত আরও ৪জন আসামিকে গ্রেফতার করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024