|
Date: 2024-10-25 15:24:59 |
মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৫ অক্টোবর) জুমার নামাযের সময় আলী আকবর ডেইল আব্দুল হাদি সিকদার পাড়ায় হত্যাকান্ড ঘটে। খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ঘটনাস্থলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার স্থানীয় শান্তিবাজারের সার ডিলার ও হার্ডওয়ার ব্যবসায়ি নুরুল আবছার জুমার নামাযের জন্য মসজিদে যান । এই ফাঁকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ব্যবসায়ির স্ত্রী রুনা আক্তারকে (৪২), ৫ বছর বয়সী মেয়ে জারিয়া গলা কেটে হত্যা করে। নামায শেষে ব্যবসায়ি বাড়িতে পৌছলে ঘরে স্ত্রী,মেয়ের রক্তাক্ত গলাকাটা দেহ পড়ে থাকতে দেখে অজ্ঞান হয়ে যান। এলাকাবাসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরমান হোসেন বলেন, দ্রুত ঘটনাস্থলে তারা এসে দুটি মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করছেন। এছাড়াও ঘটনাস্থলে সিআইডি টিম আসবে। এখনো হত্যার প্রকৃত কারণ জানা যায়নি।
© Deshchitro 2024