মেহেরপুর সরকারি কলেজ মাঠে চলছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা । শুক্রবার ইজতেমার দ্বিতীয় দিনে ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করা হয়। এসময় ধর্মপ্রাণ মুসল্লিগনের সাথে জুম্মার নামাজ আদায় করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে সরকারি কলেজ মাঠে মেহেরপুর আঞ্চলিক ইজতেমায় হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে সবচেয়ে বড় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে আজ ইজতেমা মাঠে।

জুমার নামাজের আগে হাজার হাজার মুসল্লিগনের উদ্দেশ্য বক্তব্য রাখেন আলহাজ্ব অধ্যাপক ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোর থেকে মেহেরপুর সরকারী কলেজ মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী এই আঞ্চলিক ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা।

ইজতেমাকে কেন্দ্র করে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিয়মিত পুলিশের টহল ও সাদা পোশাকে পুলিশ কাজ করবে। এ ছাড়াও ইজতেমাকে কেন্দ্র করে শহরে যাতে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়, সেই লক্ষে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024