সবার জন্য পরিবেশ গড়বো মোরা সবুজ দেশ” স্লোগান সামনে রেখে শিবচর উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসুচির অংশ হিসেবে উপজেলার বাশকান্দি ইউনিয়নে বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করেছে সবুজ বাংলাদেশ সংগঠন। জাতীয় পরিবেশবাদী ও কৃষি উন্নয়ন ভিত্তিক এই সংগঠন শনিবার (২৬ অক্টোবর) বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলদ ও ভেষজ উদ্ভিদ চারা রোপন করে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের শিবচর উপজেলা শাখার সভাপতি আনন্দ সাহা, সেক্রেটারি আলিম শিকদার হৃদয় এবং অন্যান্য সদস্যগন। আলিম শিকদার জানান,

২০১৭ সালে তাদের হাত ধরে যাত্রা শুরু করে সবুজ বাংলাদশ। পরিবেশ উন্নয়ন,কৃষি উন্নয়ন, যুব উন্নয়ন, মাদক বিরোধী আন্দোলন নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। করোনা কালীন সময়ে সবুজ বাংলাদেশ ৪২ টি লাশ দাফন ও নিম্নবৃত্ত ও মধ্যবিত্ত প্রায় ৫০০০ হাজার পরিবারের মাঝে সবুজ বাংলাদেশ এর ফুড ব্যাংক এর মাধ্যমে রাতের অন্ধকারে খাদ্য বিতরন ও করোনাকালীন আনুষাঙ্গিক সার্বিক সেবার মাধ্যমে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। শুধু তাই নয় দেশের সামাজিক প্রেক্ষাপটে বিরল মানবিক সংগঠন হিসেবে সাধারণ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে সবুজ বাংলাদেশ। তাদের এই কাজের পুরস্কার হিসেবে তারা ২০২০ সালে ওআইসি কর্তৃক জাতীয় ভলান্টিয়ার এওয়ার্ড। এর আগে সবুজ বাংলাদেশ ২০১৯ সালে জাতীয় পরিবেশ পদক লাভ করে।


যুব উন্নয়নের ক্ষেত্রে যুবক ও নারী মিলে প্রায়  ৬০০  সদস্যদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে উদ্যেগক্তা সৃষ্টি এবং  বেকারত্ব রোধে অবদান রেখেছে এই সংগঠন।  এখন পর্যন্ত তারা প্রায় ৫ লক্ষাধিক বৃক্ষ রোপন করেছেন। তিনি আরও জানান বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা ১০ হাজারের বেশি অতিক্রম করেছে এবং তারা কাজ করে যাচ্ছে দেশের ৩৫ টি জেলায় ও ৭৫ টি শাখায়। বাংলাদেশের ৬৪ জেলায় ও ৪৯২ টি উপজেলায় সবুজ বাংলাদেশ এর কার্যক্রম প্রসারিত করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024