কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে মো. শোয়াইব (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বৈরাগীরখিল এলাকায় এ ঘটনা ঘটে। শোয়াইব ও-ই এলাকার ফিরোজ আহমদের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র।

স্থানীয় লোকজন জানায়, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় শোয়াইব।পরে খোঁজ নিয়ে পুকুরে লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024