বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করা হয়েছিল। তবে, মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই কক্সবাজার র‌্যাব-১৫ অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতার করে।


গত (২৫ অক্টোবর) রামু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়, যার নম্বর ৪৩/৫৮৩। অভিযোগে বলা হয়, অভিযুক্ত মোহাম্মদ শাহ (২৪), কুতুপালং ক্যাম্পের ব্লক-ডি এলাকার বাসিন্দা, ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। বিষয়টি র‌্যাব-১৫ এর নজরে আসার পর থেকে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়।


র‍্যাব জানায়, রাত সাড়ে ১০টায় পৌরসভাসভার বাজারঘাটা এলাকা থেকে মোহাম্মদ শাহকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ শাহ ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে এবং পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের কথা স্বীকার করে।


উদ্ধারকৃত কিশোরী ও গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024