অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকসহ সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আয়োজনে শনিবার ২৬ অক্টোবর সকাল ১০টার সময় শহরের খুলনা রোড মোড়ে বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক আবু সাঈদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা প্রভাষক ইদ্রিস আলী, সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আহবায়ক আব্দুল্লাহ, উদীচী সাতক্ষীরা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির শাকিবুর রহমান বাবলা, নদী ও বন পরিবেশ রক্ষা সাতক্ষীরা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, ভূমিহীন কমিটির সাতক্ষীরা সভাপতি কওসার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সুজন-এর সাতক্ষীরা পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান খোকন, শিক্ষক মনোরঞ্জন সরকার, শিক্ষক সাইফুল ইসলাম, এড. খগেন্দ্রনাথ ঘোষ, এড. সামসুজ্জামান খোকন, এড. আবুল কালাম, সাংবাদিক ডিএম কামরুল ইসলাম, স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য ও সাংবাদিক জিএম রেজাউল করিম রেজা, ইকরামুল কবির, জিএম আবু জাফর, এসএম রনি প্রমূখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, সাতক্ষীরায় ২৬৮টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে। এরমধ্যে মাত্র ৫টি ক্লিনিকের বৈধ কাগজপত্র আছে। দীর্ঘদিন ধরে ঐ সব ক্লিনিক অবৈধভাবে চলছে কিন্তু প্রশাসন ও সিভিল সার্জন তাদের বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা না নেওয়ায় মানুষ অপচিকিৎসার শিকার হচ্ছে। সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তারগণ ঐসব অবৈধ ক্লিনিকের মালিক। এমনকি তাদের অধিকাংশই ক্লিনিকের ব্যবসার সাথে জড়িত। এদের বিরুদ্ধে এখুনি আইনে ব্যবস্থা করার জোর দাবি জানান। শুধু তাই নয়, ঐ সমস্ত অবৈধ ক্লিনিক তথাকথিত সমিতির নামে স্বাস্থ্য খাতে দীর্ঘদিন অনিয়ম দুর্নীতি করছেন। বক্তারা অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকসহ সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতির তদন্তপূর্বক অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024