|
Date: 2024-10-27 04:10:20 |
গত কয়েক বছর ধরে অস্থিরতার পর নতুন নেতা নির্বাচনে ভোট দিচ্ছেন জাপানবাসী।
রবিবার (২৭ অক্টোবর) সকালে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে রাত ৮টা পর্যন্ত। তবে নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল আশা করতে পারছে না ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মতামত জরিপে দেখা গেছে, রক্ষণশীল এলডিপি ও জোট সরকারের অংশীদার দলগুলো ক্ষমতায় আসার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে। আর তা যদি হয়, তবে তা শিগেরু ইশিবাকে ভীষণ বিপদেই ফেলবে।
সাবেক প্রতিরক্ষামন্ত্রী ৬৭ বছর বয়সি শিগেরু ইশিবা ক্ষমতায় এসেই আগাম নির্বাচনের ঘোষণা দেন। গত প্রায় সাত দশক ধরে জাপানে সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ইশিবার দল এলডিপির। তবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সময়ে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি ও দলের তহবিল কেলেঙ্কারির দায়ে এলডিপির প্রতি বেশ বিরক্ত বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশের জনগণ।
© Deshchitro 2024