|
Date: 2024-10-27 10:59:32 |
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার বসুরহাট জিরো পয়েন্ট দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের বিভিন্ন রোগের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। যুবদলের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সাধারণ মানুষের সেবা প্রদানই তাদের মূল লক্ষ্য।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, সাধারণ সম্পাদক কাউন্সিলর মাজহারুল হক তৌহিদসহ দলের উর্ধতন
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা জানান, এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে যুবদল সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করছে এবং ভবিষ্যতেও এমন সেবামূলক কর্মসূচি চালিয়ে যাবে।
© Deshchitro 2024