নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের একটি দুর্গম চরে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। 


গত রোববার রাতে ঘটনার পর স্থানীয় সমাজপতিদের কাছে বিচার চেয়ে আশ্বাস না পেয়ে শনিবার বিকেলে নির্যাতিত মা-মেয়ে চর বালুয়া পুলিশ ক্যাম্পে মৌখিক অভিযোগ করেন। পুলিশ ভুক্তভোগীদের থানায় নিয়ে গেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। 


ভুক্তভোগী নারীর অভিযোগ, তাঁর স্বামী পেশায় কাভার্ড ভ্যান চালক এবং কাজের জন্য বাইরে ছিলেন। ঘটনার সময় বাড়িতে তিনি, তাঁর মেয়ে (১৭) এবং দেবর (২১) ছিলেন। একান্ত নির্জন স্থানে অবস্থিত বাড়িতে রাত ১১টার দিকে একই ইউনিয়নের ছয়জন যুবক ঘরে প্রবেশ করে দেবরের মুখ, হাত-পা বেঁধে ফেলে এবং তাঁকে ও তাঁর মেয়েকে জোরপূর্বক ঘর থেকে টেনে বের করে।


নারী জানান, তিন যুবক তাঁকে বাড়ির পুকুরপাড়ে নিয়ে যায়, আর বাকি তিনজন তাঁর মেয়েকে রান্নাঘরের সামনে ধর্ষণ করে। এ সময় তারা ঘরের টাকাপয়সা এবং অন্যান্য সামগ্রীও লুট করে নিয়ে যায় এবং কাউকে জানালে পরিণতির হুমকি দেয়। ভুক্তভোগীরা পরদিন সকালে স্থানীয় সমাজপতিদের কাছে বিচার চাইলেও তাঁদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাধ্য হয়ে শনিবার বিকেলে চর বালুয়া পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। 


কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, “মা ও মেয়ের দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পেয়েছি। তাদের অভিযোগ শুনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 


উপজেলা বিএনপির সদস্যসচিব মাহমুদুর রহমান বলেন, “চর এলাহী ইউনিয়নে এমন একটি ঘটনার কথা শুনেছি, তবে কারা জড়িত তা জানা নেই। পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশা করি।"

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024