স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা দেবহাটা উপজেলার সখিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় সখিপুর দিঘিরপাড় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ দিবস পালিত হয়।


সখিপুর দিঘিরপাড় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মুখার্জির সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসি ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পালের পরিচালনায় সহকারী শিক্ষক রমজান আলী, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, উদায়ন সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।


উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম, নাসিমা খাতুন, আব্দুল কুদ্দুস, পারবর্তী রানী, শাহারবানু, বিষ্ণুপ্রিয়া বিশ্বাস, রেনুকা বানু, জেসমিন সুলতানাসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024