|
Date: 2024-10-27 12:14:31 |
নানা কর্মসূচির মধ্যে দিয়ে সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পৌর শহরের মালশাপাড়ার আল জামিয়াতুল ইসলামীয়া দারুল উলুম কউমী মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মেডিকেল স্বাস্থ্য ক্যাম্প ফ্রি - ঔষদ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয়এবং ৫ শতাধিক ছাত্রদের দুপুরের খাবার খাওয়ানো হয়েছে।
রবিবার ( ২৭ অক্টোবর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ দুপুরে পৌর শহরের মালশাপাড়ার কবরস্থান মাদ্রাসায়
শিক্ষার্থীদের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোরাদুজ্জামানের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ -সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ. ম. রকিবুল হাসান রতন, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, জেলা বিএনপি যুগ্ম- সম্পাদক ভিপি শামীম, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না খন্দকার, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ, সহ অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা।
© Deshchitro 2024