|
Date: 2022-11-19 10:43:24 |
জয়পুরহাটে নাশকতার পরিকল্পনার সময় ১০ টি ককটেল উদ্ধার ও জেলা ছাত্রদলের সহ সভাপতি মহিদুল ইসলাম রাজিব সহ ৪ যুবদল নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, যুবদল নেতা মহিদুল ইসলাম রাজিব, যুবদল কর্মী শামীম হোসেন, নুর মোহাম্মদ টিটো ও শফিকুল ইসলাম।
শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে জয়পুরহাট জেলা শহরের শান্তিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গতরাতে ছাত্রদল নেতা মহিদুল ইসলাম রাজিবের বাড়িতে নাশকতার পরিকল্পার গোপন বৈঠক চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০ টি ককটেল সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার (১৯ নভেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024