বিএনপির যুব সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৭শে অক্টোবর) সকালে পৌর শহরের ডাকবাংলো মাঠে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় রক্তদান কর্মসূচি। যেখানে স্বেচ্ছায় রক্তদান করেন যুবদলের নেতা-কর্মীরা।

কর্মসূচিতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ ইফতেখারুল আলম তিতুমীর, সদস্য সচিব মোঃ শাহীন আলম শান্ত, যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান আশিক প্রমুখ সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024