সাতক্ষীরার তালা উপজেলা পাটকেলঘাটায় আজিজ কমপ্লেক্সে  গতকাল যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী   উপলক্ষে   আলোচনা  সভা ও দোয়া অনুষ্ঠান  এর আয়োজন  করা হয়।  তালা উপজেলা  যুবদলের সভাপতি  মির্জা আতিয়ার রহমান এর  সভাপতিত্বে   ও  যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টুর সার্বিক পরিচালনায প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক  তালা- কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য  হাবিবুল ইসলাম হাবিব ।   

তিনি  বলেন আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করব না। আওয়ামীলীগের  মিথ্যা ষড়যন্ত্রের মামলায়  আমাকে  এই সরকার ৭০ বছর জেল দিয়েছিল। ছাত্র জনতার কারনে  দেশ আজ নতুন করে স্বাধীন  হয়েছে।  আগামী নির্বাচনে  অবাদ  সুষ্ঠু   নির্বাচনের  মাধ্যমে  আমরা সরকার গঠন করব ইনশাল্লাহ । এ সময় বিশেষ অতিথি  হিসাবে বক্তব্য রাখেন  তালা উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম  কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা  নগরঘাটা ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান মহব্বত  আলী  বি এন পি নেতা হাফিজুর রহমান হাফিজ  জেলা যুবদলের  সিনিয়র যুগ্ন আহবায়ক  মোঃ আলী হোসেন   সহ  বি এন পির  স্হানীয় নেতৃবৃন্দ ।  অনুষ্ঠান শেষে  যুবদলের  প্রতিষ্টাবার্ষীকি উপলক্ষে  দোয়া  অনুষ্ঠান পরিচালনা  করেন মাওলানা সাইফুল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024