কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ওরফে মক্কী ইকবালকে আটক করা হয়েছে। পুলিশের গাড়ি দেখে দৌড়ে পালাতে গেলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

রোববার ( ২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে ইউনিয়নের খোঁজাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

মক্কী ইকবাল চেয়ারম্যানের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতা।

চকরিয়া থানার এসআই জাকির হোছাইন বলেন, পুলিশ টিম নিয়ে খোঁজাখালী পৌঁছলে আমাদের উপস্থিতি টের পেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন ইকবাল। পিছু ধাওয়া করে তাকে আটক করি।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া।

কোন মামলায় ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, কোনো মামলায় জড়িত কিনা, নথি তল্লাশি করে দেখছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করছি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024