|
Date: 2024-10-28 04:25:17 |
মুন্সিগঞ্জের শ্রীনগরে শেখ রাফি নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব সিংপাড়া এলাকায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত শেখ রাফি একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাফিকে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী।
শ্রীনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন মুন্সী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত নিশ্চিত হওয়া যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
© Deshchitro 2024