শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক গৃহবধুর মুত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর (উপজেলা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে পার্বতী রানী(৫৫) নামে এক গৃহবধু মারা গেছেন।

ঘটনাটি ঘটেছে রোববার(২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির দুর্গাবাটী গ্রামে।

মৃত পার্বতী রানী একই গ্রামের পশুপতি মন্ডলের স্ত্রী।

পরিবার সুত্রে প্রকাশ বাড়িতে কেহ না থাকায় বিকালে গরুর খড় কাটা মেশিনের পাশ দিয়ে গোয়ালে যাওয়ার সময় মেশিনে ব্যবহ্নত বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে পড়ে যান। এ সময় খড় কাটা মেশিন সহ অন্যান্য কিছু বিদ্যুৎ সংযোগ হয়ে যাওয়ায় পার্বতী রানী তার উপর পড়ে যায়।

পর প্রতিবেশিদের নজরে পড়লে মেইন সুইচ বন্ধ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

বিষয়টি শ্যামনগর থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে পরিবারের সদস্যবৃন্দ জানান।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024