|
Date: 2024-10-28 11:38:26 |
শেরপুর জেলার শেরপুর সদর উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় চরশ্রীপুর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ২০২৪ সোমবার এ প্রশিক্ষণ প্রদান করেন, মাঠ সহায়ক সুবল ম্রং। তিনি অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার সম্পর্কে ধারণা প্রদান, অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার আদায়ে সমস্যাসমূহ ও তা থেকে উত্তরণের উপায়, অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের সরকারি-বেসরকারি সুযোগ সুবিধাগুলো কী কী? কীভাবে আদায় করা যায়? পিডব্লিউডি বিষয়ক ফোকাল পারসনদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান করেন। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বলাইরচর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার মো. জালাল মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার মো. মজিবর রহমান প্রমুখ। প্রশিক্ষণে ২০ জন অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা) তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক ফোকাল পারসন ও আত্মনির্ভরশীল দলের সদস্যগণ অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024