|
Date: 2024-10-28 13:43:27 |
২০০৬ সালের ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আশাশুনি উপজেলার বুধহাটায় আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে এ সভার আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামী আশাশুনি থানা শাখার যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক মোঃ ওমর ফারুক। বুধহাটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীর নৃরুল আফছার মোর্তজা, সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন, সহকারী সেক্রেটারী এড. শহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি রোকনুজ্জামান, শিবির উত্তর সভাপতি মোখলেছুর রহমান, বুধহাটা ইউনিয়ন জামায়াত সভাপতি মাওঃ আঃ অদুদ, কবির হোসেন, শীষ মোঃ জেরী, আবুল কালাম আজাদ, মাওঃ আঃ ওহাব প্রমুখ। সভাশেষে ২৮ অক্টোবর ট্রাজেডির উপর আলোকচিত্র প্রদর্শন করা হয়।
© Deshchitro 2024