নিউজ ডেস্ক :


শহীদ মিনারে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে আজ শুক্রবারও কর্মবিরতি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে তারা কর্মবিরতি শুরু করেন।


বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) ঢামেক শাখার সভাপতি ডা. মো. মহিউদ্দিন জিলানী।


ইচিপের ৪৮ ঘণ্টার আলটিমেটাম গতকাল দুপুর ১২টায় শেষ হয়েছে। এর আগ পর্যন্ত ওই হামলার ঘটনায় জড়িত কাউকে শনাক্ত ও বিচারের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এরপর বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে তারা কর্মবিরতি শুরু করেন। 


ইচিপের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের ওপর বর্বরোচিত হামলা করে। এর ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও কোনো অপরাধী শনাক্ত না হওয়ায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024