নোয়াখালীর চাটখিলে শাহাদাত হোসেন শুভ (৩০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।

২৯ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে পুলিশ তার নিজ বাড়ি উপজেলার দক্ষিন রামনারায়ণপুরের চান মিয়া মুন্সি বাড়ি  থেকে মৃতদেহটি উদ্ধার করে। শাহাদাত হোসেন শুভ ওই বাড়ির মৃত শাহজাহানের ছেলে। শুভর পরিবার এবং একাধিক সূত্র থেকে থেকে নিশ্চিত হওয়া যায় শুভ মাদকাসক্ত ছিল।

পরিবারের দাবি, সকালবেলা ঘুম থেকে উঠে তারা শুভকে বিছানায় মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে।
অপরদিকে একটি সূত্র দাবি করছে, শুভ মাদকাসক্ত অবস্থায় পরিবারে বিভিন্ন সময় বিশৃঙ্খলা অবস্থা তৈরি করে থাকতো। এবং তার মা, ছোট ভাইসহ পরিবারের সদস্যদের উপরে নানাভাবে নির্যাতন চালাতে। এতে পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে শুভ কে মারধর করে। এতেই তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে সূত্রটি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে বলে জানান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024