|
Date: 2024-10-29 11:33:36 |
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে রেজাউল রাঢ়ী (২৮) নামে এক যুবককে মাদকসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। ওই যুবক একজন মাদক ব্যবসায়ী বলে জানান তাঁরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় রেজাউলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাসায় তল্লাশি চালিয়ে ৭৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী মেজর সাব্বির আহম্মেদ জানান, রেজাউল দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। ঘটনার দিন গোপন তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালিত করে তার বাসায় মাদকদ্রব্য পাওয়া যায় এবং তাকে গ্রেপ্তার করে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মির্জাগঞ্জ থানার ওসি শামীম আহম্মেদ বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024