দোয়ারাবাজারে ৫  জুয়ারিকে  আটক, কারাদণ্ড


সুনামগঞ্জের দোয়ারাবাজার  উপজেলায়   জুয়ার আসর থেকে আটক পেশাদার ৫ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে   ৫  তরুণকে  এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দোয়ারাবাজার  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ  মোবাইল কোট পরিচালনা করে এ আদেশ প্রদান করেন। 

সাজা পাওয়া তরুণেরা হলেন অন্তর (২৪), মো.   শাহজান (৩১)  মোঃ সুজন মিয়া(২৫) মোঃ মনোয়ার  হোসেন(২৪) 

মদুদাস(২৬)

(১৯  নভেম্বর)  শনিবার  উপজেলা সহকারী কমিশনার (ভূমি),  নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ  মোবাইল কোট পরিচালনা করে এ আদেশ প্রদান করেন।    

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আমবাড়ি বাজারের একটি ঘরে দেশি-বিদেশি নামে জুয়ার আসর বসানো হতো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024