|
Date: 2024-10-29 20:44:34 |
উপদেষ্টার সাথে সাক্ষাত করে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধি দল
শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি নিয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে সচিবালয়ের অফিস কক্ষে সাক্ষাত করেছেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদারের নেতৃত্বে এ প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রকল্যাণ ট্রাস্টের সদস্য মেজর জেনারেল অব. ডাঃ মোঃ আজিজুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক আরিফুল ইসলাম জিয়া, বাংলাদেশ গণঅধিকার পরিষদের মহাসচিব ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সদস্য মোঃ ফারুক হাসান, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সদস্য ড. মো সাহাদাত হোসেন এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সদস্য মোঃ আনোয়ার হাবিব কাজল।
এসময় বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর ৬টি কশিশন গঠন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় আজ পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি। অথচ আমরা বলি শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই যদি হয়ে থাকে তাহলে সবার আগে জাতিকে সুশিক্ষিত করে আদর্শ সুনাগরিক তৈরি করতে হলে শিক্ষা ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি। তাই অনতিবিলম্বে সকল স্ট্যাক হোল্ডারদের সমন্বয়ে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জন্য আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
মুঠোফোনে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের সভাপতি ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক আরিফুল ইসলাম জিয়া বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার, শিক্ষানীতি ও শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য উপদেষ্টা পরিষদের সভায় জোরালো ভূমি রাখার দাবি নিয়ে আমাদের সংগঠনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে সচিবালয়ের সাক্ষাত করেছি। এসময় উপদেষ্টার হাতে আমরা শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) তুলে দিয়েছি। একান্ত আলাপকালে উপদেষ্টা মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন কমিশন গঠনে তিনি সমর্থন ও জোরালো ভূমিকা রাখবেন।
© Deshchitro 2024