শনিবার (১৯ নভেম্বর )  আজ নোয়াখালীর সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে আনন্দ মুখর পরিবেশে সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ব্যবসায়ী ভোটারগণ অত্যন্ত সুশৃঙ্খল ব্যবস্থায় ভোট প্রদান করে। 


একটানা সকাল ৮ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ভোটাগণ উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের মাধ্যমে নিম্নোক্ত পদের পাশে বর্ণিত ব্যাক্তিগণ নির্বাচিত হয়। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সকল বিজয়ী নেতৃবৃন্দকে দৈনিক দেশ চিত্র পত্রিকার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা। 

নির্বাচিত ব্যবসায়ীগণ হলেন :

সভাপতি :  হাজী আবদুল ওদুদ - চেয়ার মার্কা।

সহ সভাপতি : মোঃ নুরুল হুদা শাহজাহান- আনারস মার্কা।

সাধারণ সম্পাদক :  আবদুল্লাহ আল মামুন- কাপ পিরিচ মার্কা।

 সহ- সাধারণ সম্পাদক : আনোয়ার হোসেন মিন্টু- চাকা মার্কা।

দপ্তর সম্পাদক : ইকবাল হোসেন সাদ্দাম- মিনার মার্কা।

সাংগঠনিক সম্পাদক : গোলাম মাওলা- হোন্ডা মার্কা।   

সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক : মোজ্জামেল হক- ক্রিকেট ব্যাট । 

কোষাধ্যক্ষ : আমিন রসুল - জাহাজ মার্কা।

সদস্য ১. হাজী জাকের হোসেন - গরুর গাড়ী মার্কা। 

সদস্য ২. সাহাব উদ্দিন - মোমবাতি মার্কা । 

সদস্য ৩. ইব্রাহিম - টিয়া পাখি মার্কা। 

সদস্য ৪. কামরুজ্জামান সেলিম -গোলাপফুল মার্কা। 

সদস্য ৫. কিশোর রায় - প্রজাপতি মার্কা। 

সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বলরাম মজুমদার নির্বাচন সংশ্লিষ্ট ও নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও  অভিনন্দন জানান। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024