|
Date: 2024-10-30 15:05:19 |
যশোরের অভয়নগরে কবুতর চোর ধরতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আমিন উদ্দিন মোড়ল (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিন উদ্দিন বারান্দি গ্রামের মৃত জামেদ আলী মোড়লের ছেলে।
নিহতের ছোট ছেলে শাহনেওয়াজ মোড়ল বলেন, ‘মঙ্গলবার রাত ১০ টার দিকে প্রতিবেশী মোবারেক মোড়লের ছেলে আরিফুল মোড়ল (২৫) আমাদের বাড়িতে আসে।
কিছু সময় পর গোপনে কবুতর চুরি করতে গেলে হাতেনাতে ধরা হয় তাকে। এ সময় চোর আরিফুলের চিৎকারে তার চাচা মিজানুর মোড়ল (৪০) ও তার স্ত্রী মৌসুমী বেগম (৩৪), আত্মিয় হাবিবা খাতুন (২০) ও ইশারাত মোড়ল (৫০) দেশিয় অস্ত্র সহকারে আমাকে ও বাবাকে তাড়া করে।’
তিনি আরো বলেন, ‘আমি পালিয়ে গেলেও হামলাকারিরা আমার বৃদ্ধ বাবাকে পিটিয়ে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© Deshchitro 2024