|
Date: 2024-10-31 07:18:15 |
কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামী অফিস আনুষ্ঠানিক উদ্বোধনে সাবেক এম.পি হামিদুর রহমান আযাদ। ছবি-প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৩১অক্টোবর ২০২৪)সকালে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল, কুতুবদিয়া-মহেশখালীর সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ এইচ এম হামিদুর রহমান আযাদ।এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ উল্লাহ, কুতুবদিয়া উপজেলা আমীর আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, উপজেলা সেক্রেটারী মাওলানা নুরুল আমিন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার প্রমুখসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্ধ।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র -জনতার গণ-আন্দোলনের তোড়ে পড়ে সম্প্রতি স্বৈরাচারী সরকারের পদত্যাগে দীর্ঘ প্রায় ১ যুগ পর(৭আগষ্ট ২০২৪)সোমবার কার্যালয়ে প্রবেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামি কুতুবদিয়া উপজেলার নেতা-কর্মীরা।
এসময় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিগত কয়েক বছর ঘটে যাওয়া জুলুম, নির্যাতন, নিপীড়নের বিষয়ে আলোচনা ও দেশ বরণ্যে আলেম এবং নির্মম হত্যার শিকার জামায়াত’র কেন্দ্রীয় নেতাদের আত্মার মাগফেরাত কামনা করেন উপস্থিত নেতা-কর্মীরা। এসময় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দেশে চলমান হিংসাত্মক কার্যকলাপ বন্ধ এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নেতৃবৃন্দের আহ্বান জানিয়ে উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই বক্তব্য রাখেন।এদিকে ২০১৩ সালের (১-লা মার্চ) উপজেলায় আল্লামা দেলাওয়ার হোছাইন সাঈদীর মুক্তির আন্দোলনের আক্রোশে আওয়ামী সন্ত্রাসীরা জামায়াত-শিবিরের ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ চালায় বলে জানান।
© Deshchitro 2024