ভোলা জেলার লালমোহন উপজেলায় গরু চুরি করতে গিয়ে পাশের উপজেলা তজুমদ্দিনের দুই যুবক আটক।
আটককৃত চোর দুজন তজুমদ্দিন উপজেলার কাজীকান্দি গ্রামের বাসিন্দা। 
ফজলু সিপাই, পিতা ইউনুস সিপাই ও সফিক এবং পিতা রুহুল আমিন।

গত বুধবার দুপুরবেলায় তারা লালমোহনের জিএম বাজার এলাকায় এক কৃষকের গরু চুরি করতে গিয়ে এলকাবাসির হাতে ধরা পরেন। তৎক্ষনাৎ এলাকাবাসি তাদের লালমোহন থানা পুলিশের হাতে তুলে দেন। 

এলাকাবাসী জানান তারা দুজন দীর্ঘদিন ধরে এই ধরনের কর্মকান্ডে জরিত। কাজীকান্দি এলকার কোন বাসিন্দা তাদের জন্য নিজ গোয়ালে গরু রেখে নিশ্চিন্তে থাকতে পারতেন না।  প্রতিদিনই কারোনা কারো গরু চুরি হতো। 

এ ব্যাপারে লালমোহন থানা পুলিশ জানান 
গরু চুরির সময় তারা হাতেনাতে ধরা পরেছেন। এবং দীর্ঘদিন যাবৎ এ ধরনের কর্মকান্ডে তারা জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন। তাদের দ্রুত স্বাস্তির ব্যাবস্থা করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024