রংপুরের পীরগাছায় গোলাম রহমান কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টােবর) দুপুরে কলেজ মাঠে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কলেজ অধ্যক্ষ শ্যামলী বেগমের সভাপতিত্বে ও প্রভাষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।

আরও বক্তব্য দেন কলেজ প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রহমান বাবু, পীরগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মাহবুবার রহমান, সাংবাদিক তোজাম্মেল হক মুন্সী, প্রভাষক খালিদ হোসেন খোকন ও শিক্ষার্থী সেলিনা খাতুন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, কলেজ নির্বাহী সদস্য রবিউল আউয়াল, মাসুদুর রহমানসহ কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে কলেজ শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এর আগে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজ শিক্ষকরা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024