|
Date: 2024-10-31 12:26:37 |
কক্সবাজার জেলার আলোকিত সামাজিক ও ক্রীড়ামুখী সংগঠন "সুপ্রভাত কক্সবাজার" কতৃক আয়োজিত ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৪ এ নিজেদের দ্বিতীয় খেলায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে "স্বপ্নের সিঁড়ি" ১২ রানে টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট টিম কর্ণফুলী কে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে।টসে হেরে প্রথমে ব্যাট করে স্বপ্নের সিঁড়ি ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ১৬ ওভারে ১৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে শোয়েব ১৬ বলে ৩৩, প্রশান্ত ২৬ বলে ৩২ এবং ইগলু ১৮ বলে ২৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৬ উইকেটে ১৪৬ রানে টিম কর্ণফুলীর ইনিংস শেষ হয়।স্বপ্নের সিঁড়ির পক্ষে মিটন ২ টি, কামাল, ইগলু ও বাবু একটি করে উইকেট লাভ করে। প্রথম ম্যাচের মত এই ম্যাচেও অলরাউন্ড পারফরম্যান্সের কারনে ইগলু ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। স্বপ্নের সিঁড়ি' কে উৎসাহ দেওয়ার জন্য এই সময় মাঠে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য আবু ইউছুফ, আবছার উদ্দিন, রাজীব দেবদাশ, রাজীব বিশ্বাস, আরাফাত সাইফুল, সুভাষ দাশ। স্বপ্নের সিঁড়ি'র পরবর্তী ম্যাচ আগামী ৫ নভেম্বর ভোর ৬.০০।
© Deshchitro 2024