মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক - সম্প্রতি সমাবেশ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউপি সচিব মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন এবং গীতা পাঠের মাধ্যমে চেয়ারম্যান কক্ষে এ সমাবেশ শুরু হয়। 


সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বাংলাদেশে যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সমগ্র বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকাতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল নির্বিশেষে সবাই সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। 


বক্তাগণ আরো বলেন, সামাজিক জীব হিসেবে মানুষের প্রধান দায়িত্ব হলো সামাজিক সম্প্রীতি বজায় রাখা। বিভিন্ন ধর্মের বসবাসকারী মানুষ যাতে নির্বিঘ্নে সহযোগিতার মনোভাব নিয়ে ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করতে পারে তার সুব্যবস্থা করা সমাজের সবার দায়িত্ব। এছাড়াও রাজনৈতিক ও আর্থ-সামাজিক সহ প্রতিটি ক্ষেত্রে সামাজিক সম্প্রতি বজায় রাখার পক্ষে মতামত প্রদান করেন উপস্থিত ব্যাক্তি বর্গ। 


ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ বলেন, শিক্ষার মানোন্নয়ন সহ কোলা ইউনিয়ন হতে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক দূরীকরণে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস ও ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। শিশুদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও সম্প্রীতি রক্ষায় অভিভাবকদের ভূমিকা তুলে ধরেন তিনি।


 কোলা ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সামাজিক সম্প্রতি রক্ষায় কোলা ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ। সামাজিক অবক্ষয় রোধে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তিনি জানান, অন্যান্য স্থানের তুলনায় কোলা ইউনিয়নে মামলা মোকদ্দমা এবং সামাজিক সমস্যা তুলনামূলক ভাবে অনেক কম। নাগরিক সুবিধা ভোগের পাশাপাশি এই ইউনিয়ন মানুষ বহু আগে থেকেই সামাজিক সম্প্রতি বজায় রেখে বসবাস করে আসছেন। এই ধারা  অব্যাহত রাখতে তিনি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। 


সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আক্কাস আলী, কোলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক সিনিয়র শিক্ষক রমজান আলী খান, কোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাহবুবুর রহমান, কোলা ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাসুদুর রহমান, জীবসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, কোলা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রাজিব হোসেন, রাধাকৃষ্ণ পঞ্চতত্ত মন্দিরের সহ- সভাপতি মিঠুন গাঙ্গুলী সহ আরো অনেকে। উক্ত সমাবেশে ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বারগণ, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং অফিস স্টাফগণ উপস্থিত ছিলেন।


আয়োজিত সম্প্রীতি সমাবেশে রাধাকৃষ্ণ পঞ্চতত্ত মন্দিরের সাধারণ সম্পাদক সুদের কুমার দত্ত, কোলা ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, কৃষি কর্মকর্তা আবুল কালাম ছাড়াও এলাকার বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024