গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। "সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লোটাস কলেজিয়েট স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার মধ‍্যকর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে দিনের প্রথম খেলায় প্রাথমিক শাখার ৫ম শ্রেণির গ‍্যালাক্সী একাদশ বনাম আর্থ একাদশ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গ‍্যালাক্সী একাদশ ১-০ গোলে আর্থ একাদশকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের নোমান মন্ডল একমাত্র গোলটি করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দিনের অপর খেলায় বেলা ১২ টায় মাধ্যমিক শাখার ১০ম শ্রেণি বনাম ৯ম শ্রেণি একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় ১০ম শ্রেণি ৭-১ গোলের বিশাল ব‍্যবধানে ৯ম শ্রেণিকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের জিহাদ একাই ৫ গোল করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন। বাকি গোল দুটি করেন সবুজ। বিজিত দলের একমাত্র গোলটি করেন সিজান। লোটাস কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা হেলাল'র সঞ্চালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ‍্যক্ষ(ভারপ্রাপ্ত) সামছুন নাহার ছিদ্দিকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লোটাস কলেজিয়েট স্কুলের পরিচালক আলহাজ্জ্ব গোলাপ আলী শেখ, খালেদা আক্তার শিপুসহ অন‍্যান‍্য শিক্ষক মন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীরা। অতিথিরা বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024