আজম কলোনীতে  বিদ্যুৎ সংযোগের দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন।ছবি-প্রতিনিধি

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়ায়ঃ  কক্সবাজারের কুতুবদিয়ায়  বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনীতে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত বছর এপ্রিলে জাতীয় গ্রীডে বিদ্যুৎ  যুক্ত হয় কুতুবদিয়ায়। এতে উপজেলা সদরসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দ্রুত আবেদনের মাধ্যমে সংযোগ ও বিদ্যুৎ সরবরাহ শুরু করে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। সংযোগ প্রক্রিয়া অব্যাহত থাকলেও উপজেলা সদরের বড়ঘোপ ইউনিয়নের আজমকলোনী এলাকার কোন আবেদন নেয়া হয়নি নানা অজুহাতে। এসময় দ্বীপের পশ্চিম সৈকত ভেঙে যাওয়ায় শত শত পরিবার গৃহহীন পড়লে তৎকালীন পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভুমিহীনদের আবাসন গড়ে তোলার সুযোগ দেয়া হয়।বর্তমানে অন্তত ৫ শতাধিক বাড়ি রয়েছে আজমকলোনীতে। যেখানে ৫ হাজার মানুষ বসবাস করে। তারা জাতীয় পরিচয়পত্রসহ সব নাগরিক সুবিধা পেলেও জমির খতিয়ান না থাকায় তারা বিদ্যুতের জন্য আবেদন করার সুযোগই পাচ্ছেনা। বিদ্যুৎ সমস্যার সমাধানের বারবার চেষ্টা করেও ব্যর্থ হন এলাকাবাসী। এক বছরের বেশি সময় পার হলেও তারা বিদ্যুৎ সংযোগ পাচ্ছেনা। সারা দ্বীপ আলোকিত হলেও “যেন বাতির নীচে অন্ধকার” উপজেলা সদর বড়ঘোপ আজম কলোনী। এধনের বিদ্যুৎ সংযোগে বৈষম্যের শিকার থেকে তারা মুক্তি চেয়ে মানববন্ধন করেন বলে দাবি স্থানীয়দের।

প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সালাহ উদ্দিন, তানভীর আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবুল রাসেল রবিন, মো. খোকন, মো. রুবেল, মো. আজিজ, রিদুওয়ান হেলালি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আজম কলোনী এলাকার জন্য বিদ্যুৎ সংযোগের দাবি করে আসছেন স্থানীয়রা। কিন্তু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা মানববন্ধন করেছেন। এই অবস্থায় দ্বীপের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সুবিধা পেলেও এই গ্রামের মানুষ সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।এদিকে, উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. সাদাত হোসেন বলেন, আজম কলোনীতে বিদ্যুৎ সংযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024